মিশ্র ব্যাংকের বৈশিষ্ট্য
Q. মিশ্র ব্যাংকের বৈশিষ্ট্য লিখ।
অথবা, মিশ্র ব্যাংকের গুণাবলি আলোচনা কর।
উত্তর: মিশ্র ব্যাংকের বৈশিষ্ট্য: মিশ্র ব্যাংকিং বাণিজ্যিক ও বিশেষায়িত উভয় ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। থাকে। মিশ্র ব্যাংকের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো:
১. আমানত: মিশ্র ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি জনগণের সঞ্চিত টাকা আমানত হিসেবে গ্রহণ করে।
২. দ্বিমুখী কাজ: মিশ্র ব্যাংকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এটি একদিকে আমানত ব্যাংক হিসেবে কাজ করে এবং অপরদিকে একই সাথে বিনিয়োগ ব্যাংক হিসেবে কাজ করে।
৩. বিশেষায়িত ব্যাংক: মিশ্র ব্যাংক এক ধরনের বিশেষায়িত ব্যাংক।
৪. অধিকতর মূলধন: এ ধরনের ব্যাংকের তহবিল বেশি থাকে। কারণ মিশ্র ব্যাংকিং-এর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি তহবিলের পাশাপাশি জনগণের একটি থেকে সঞ্চয় গ্রহণ করে থাকে।
৫. কার্যাবলির ধরন: এ ধরনের ব্যাংক বহু ধরনের কাজ করে থাকে। অনেক ক্ষেত্রে এরা ঠিক বাণিজ্যিক ব্যাংকের মতো কাজ করে।
৬. ঋণ দানের খাত: মিশ্র ব্যাংক সাধারণত কৃষি, মিশ্র ও বাণিজ্যিক খাতে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে।ত
৭. অধিকতর সেবা: এরূপ ব্যাংক অধিক পরিমাণ সেবা প্রদানে সক্ষম হয়।
৮. দক্ষতা: এ ব্যবসায় দ্বিমুখী কাজ সম্পন্ন করা হয় বলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়। চ্যাশাচগীত: ছাড়াশাল
৯. উন্নয়ন কার্য: মিশ্র ব্যাংকের একটি বৈশিষ্ট্য হলো একটি ব্যাংকিং কার্যের পাশাপাশি দেশের উন্নয়ন কার্যের সাথে জড়িত।
১০. ব্যয়ের আধিক্য: এ ধরনের ব্যাংক ব্যবস্থায় বহুবিধ কাজ করতে হয় বলে অনেক ধরনের ব্যয় হয় যা এ ব্যবস্থাকে ব্যয়বহুল হিসেবে পরিগণিত করেছেন।
১১. ঝুঁকির আধিক্য: মিশ্র ব্যাংকিং ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এতে ঝুঁকির আধিক্য পরিলক্ষিত হয়।
১২. পরিধি ব্যাপক: মিশ্র ব্যাংকের কার্যের পরিধি সাধারণ মন যেকোনো ব্যাংকের চেয়ে অনেক বেশি।