এইচ.এস.সি অর্থনীতি ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

ভোক্তা ও উৎপাদকের আচরণ



১. উপযোগ কী?
উত্তর: উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়।

২. পর্যায়গত উপযোগ কী?
উত্তর: বিভিন্ন দ্রব্য ভোগ থেকে পর্যায়গত (১ম, ২য়, ৩য়) উপযোগ পরিমাপ করা হলে , তাকে পর্যায়গত উপযোগ (Ordinal Utility) বলে।

৩. মোট উপযোগ কী?
উত্তর: অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ও সেবার ভোগ থেকে উদ্ভুত তৃপ্তির সমষ্টিগত রূপকে মোট উপযোগ বলে।

৪. প্রান্তিক উপযোগ কী? 
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ (Marginal Utility) বলে।

৫. চাহিদা কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, তাকে সে দ্রব্যের চাহিদা বলে।

৬. চাহিদা বিধি কী?
উত্তর: কোনো দ্রব্যের বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্ক যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বিধি (Law of Demand) বলে।

৭. নিকৃষ্ট দ্ৰব্য কী? 
উত্তর: ক্রেতার আয় বৃদ্ধি পেলে যেসব দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং আয় হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় সেগুলোই নিকৃষ্ট দ্রব্য।

৮. চাহিদা ও যোগানের প্রধান নির্ধারকের নাম কি?
উত্তর: চাহিদা ও যোগানের প্রধান নির্ধারক হলো দাম।

৯. চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তর: একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে তার চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।

১০. চাহিদা অপেক্ষক কী?
উত্তর: কোনো দ্রব্যের চাহিদা তার নিজের দাম , সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি, সময় প্রভৃতির উপর নির্ভরশীল। এসব বিষয়ের সাথে চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে।

১১. পরিবর্তক বা বিকল্প দ্রব্য কী? 
উত্তর: যদি কোনো বিশেষ দ্রব্যের অভাব অন্য দ্রব্যের দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হয় তখন তাকে পরিবর্তক বা বিকল্প দ্রব্য (Substitute goods) বলে।

১২. পরিপূরক দ্রব্য কী?
উত্তর: যদি কোনো বিশেষ অভাব পূরণের জন্যে একই সাথে দুই বা ততোধিক প্রব্যের ব্যবহার অপরিহার্য হয় তবে সংশ্লিষ্ট দ্রব্যসমূহকে পরিপুরক দ্রব্য (Complementary goods) বলে।

১৩. অপেক্ষক কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিকভাবে প্রকাশ করা হলে তাকে অপেক্ষক (Function) বলে।

১৪. চলক কী? 
উত্তর: চলক হলো এমন কতগুলো রাশি যা পরিবর্তনশীল। অর্থাৎ এরা বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করতে পারে। সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের বর্ণগুলো চলক হিসেবে ব্যবহৃত হয়; যেমন P, Q, R, X, Y, Z তবে অন্য ভাষার বর্ণও চলক হতে পারে; যেমন গ্রিক বর্ণ ইত্যাদি।

১৫. ধ্রুবক কী?
উত্তর: গণিতশাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান সব অবস্থাতেই অপরিবর্তিত থাকে, তাকে ধ্রুবক (Constant) বলে।

১৬. স্বাধীন চলত কী? 
উত্তর: যে চলক বা চলকসমূহ অন্য চলকের মানের পরিবর্তন ঘটাচ্ছে তাকে স্বাধীন চলক (Independent variable) বলে।

১৭. পরামিতি? 
উত্তর: গাণিতিক প্রক্রিয়া যেসব রাশিমান অজ্ঞাত থাকে তাকে পরামিতি বলে।

১৮. রেখার ঢাল কাকে বলে? 
উত্তর: কোনো রেখার উল্লম্ব বা উচ্চতা ও আনুভূমিক দৈর্ঘ্যের অনুপাতকে ঐ রেখার ঢাল বলে।

১৯. আয় স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।
উত্তর: ক্রেতা বা ভোক্তার আর্থিক আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা (Income Elasticity) বলে।

২০. চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তর: কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে তার চাহিদার পরিমাণে যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা (Price Elasticity of Demand) বলে।

২১. আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী? 
উত্তর: দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে এ দুয়ের অনুপাতকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে।

২২. যোগান বিধি কী?
উত্তর: যে বিধির সাহায্যে দাম ও যোগানের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে যোগান বিধি (Law of Supply) বলে।

২৩. যোগানের হ্রাস কী? 
উত্তর: চাহিদা স্থির থেকে কর ব্যবস্থা, আবহাওয়া, পণ্যের উৎপাদন ব্যয়, প্রযুক্তি ব্যয় ইত্যাদির কারণে পণ্যের সরবরাহ হ্রাস পেলে তাকে যোগানের হ্রাস বলে।

২৪. বাজার ভারসাম্য কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে একটি দ্রব্যের বাজারে চাহিদার পরিমাণ ও বাজার যোগানের পরিমাণ সমান হলে যে ভারসাম্য অর্জিত হয়, তাকে বাজার ভারসাম্য (Market Equilibrium) বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url